শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। এর তিন দিন আগে শুরু হবে গেমসের মশাল বহন। ২৩ ফেব্রুয়ারি সকাল নয়টায় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণের মঞ্চ থেকে আনুষ্ঠিকভাবে বিওএর সভাপতি ও সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ গেমসের মশাল প্রজ্জ্বলন করবেন। এ সময় থাকবেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং মশাল র্যালি আয়োজনের সমন্বয়ক এমবি সাইফ।
গোপালগঞ্জ থেকে আর্মি স্টেডিয়ামে প্রজ্জ্বলন পর্যন্ত ২০ জন ক্রীড়াবিদ থাকবেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে হকি তাকরা রাসেল মাহমুদ জিমি এবং বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থান অর্জনকারী শ্যুটার কামরুন নাহার মশাল বহন করে নিয়ে আসবেন গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায়। সেখানে অপেক্ষমান বাস্কেটবলের অধিনায়ক শামসুজ্জামান খান সোয়েব ও নারী হ্যান্ডবলের অধিনায়ক রোজি খাতুন মশাল বহন করে আনবেন ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত। ভাঙ্গা থেকে বিকেএসপির আর্চারি কোচ নুর ই আলম ও অলিম্পিয়ান আর্চার দিয়া সিদ্দিকী পদ্মা ব্রিজের টোল পর্যন্ত মশাল বয়ে আনবেন। টোল থেকে মশাল হাতে নেবেন ভলিবল দলের সাবেক অধিনায়ক জাবির ও জাতীয় পুরস্কার পাওয়া অ্যাথলেট ফৌজিয়া হুদা জুই।