কাতার বিশ্বকাপে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও মরক্কো। শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামছে দু’দল। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে যায় ক্রোয়েশিয়া। অন্যদিকে মরক্কো সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে যায় ২-০ গোলে।
সেমিফাইনালে হারলেও এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চায় দু’দল। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়া মাঠে নামছে ৩-৫-২ ফরমেশন নিয়ে। অন্যদিকে মরক্কো মাঠে নামছে ৪-৪-৩ ফরমেশন নিয়ে।
ক্রোয়েশিয়ার একাদশ: ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক) জোসিপ স্ট্যানিসিচ, জোস্কো গার্দিওল, জোসিপ সুতালো, ইভান পেরিসিচ, লাভরো মাজার, মাতেও কোভাসিচ, লুকা মড্রিচ, মিসলাভ ওরাসিচ, আন্দ্রেজ ক্রামরিক, মার্কো লিভাজা।
মরক্কোর একাদশ: ইয়াসিন বৌউনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, জাওয়াদ এল ইয়ামিক, আশরাফ দারি, আতিয়াত-আল্লাহ, সোফিয়ান আমরাবাত, আবদেলহামিদ সাবিরি, বিলাল এল খানৌস, হাকিম জিয়েচ, সোফিয়ান বাউফল, ইউসুফ নাছেরি।
সংবাদটি শেয়ার করুন