জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটরিয়ামে সবার দৃষ্টি তখন প্রজেক্টরে। ইমরানুর রহমানের এশিয়ান ইনডোরে ৬০ মিটারে সেরা হওয়ার মুহূর্ত দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন। এই সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাথলেটিক্স ফেডারেশন ইমরানুরকে মোট ১৫ লাখ টাকার চেক দিয়েছে। এর মধ্যে দশ লাখ টাকা ফেডারেশনের নিজস্ব ফান্ড থেকে বাকি পাঁচ লাখ দিয়েছে এনআরবিসি ব্যাংক। ইমরানুরের পাশাপাশি অ্যাথলেটিক্স ফেডারেশনকেও পাঁচ লাখ টাকা দিয়েছে এনআরবিসি ব্যাংক।
অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। আজকের সংবর্ধনা অনুষ্ঠানের ক্ষণকে তিনি অ্যাথলেটিক্সে ঝলমলে সন্ধ্যা হিসেবে আখ্যায়িত করেছেন। বলেন, ‘ইমরান ইতিহাস সৃষ্টি করেছেন। আজ যারা এখানে আছেন তারাও ইতিহাসের অংশ। এ রকম উপলক্ষ্য অ্যাথলেটিক্সে আর কখনো হয়নি’। বলতে গেলে বাংলাদেশের অ্যাথলেটিক্সে দারুণ এক সন্ধ্যাই ছিল আজ। সাবেক অনেক তারকা অ্যাথলেট দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে।