ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে এবার মেঘালয়েও যাবেন তিনি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ প্লেনে রওয়ানা দিয়ে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। বুধবার হেলিকপ্টারে চড়ে যাবেন মেঘালয়ে।
মেঘালয় মেন্দি পাথর হেলিপ্যাড গ্রাউন্ডে রাজনৈতিক সভা করার কথা রয়েছে মমতার। ওই সভায় তৃণমূলের কংগ্রেসের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন বলে জানা গেছে। ২০২২ সালে ডিসেম্বরে শেষ মেঘালয় সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নতুন বছরের শুরুতে আবারও যাচ্ছেন রাজ্যটিতে।
মেঘালয়ের প্রধান বিরোধী দল এখন তৃণমূল কংগ্রেস। চলতি বছরেই মেঘালয়ের বিধানসভার ভোট। তৃণমূল নেতৃত্ব মনে করছেন, একটু খাটলেই হয়তো মেঘালয়েও সরকার গড়তে পারবেন তারা। তাই ভারতের উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যটিকে পাখির চোখ করতে চাইছে মমতার দলটি।
মুকুল সাংমাকে মুখ্যমন্ত্রীর মুখ করে মেঘালয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে একাধিক আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ফলে মেঘালয়ে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর সভা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।