এলটিইউ’র সেরা করদাতা পুরস্কার পেল ৫৪ প্রতিষ্ঠান

২০২২-২০২৩ অর্থ বছরের সর্বোচ্চ করদাতা হিসাবে ৫৪ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।
বুধবার (২৪ জানুয়ারি) এনবিআরের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সম্মাননা প্রদান করা হয়।
এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল বাহার সম্মাননা স্মারক তুলে দেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক, লিমিটেড ক্যাটাগরি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, দি সিটি ব্যাংক পিএলসি,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি,ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি,অগ্রণী ব্যাংক পিএলসি, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি,ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি,শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি,এবি ব্যাংক পিএলসি ও যমুনা ব্যাংক পিএলসি।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, আইডিএলসি ফাইনান্স লিমিটেড, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড, ডিবিএইচ ফাইনান্স পিএলসি ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
বীমা
আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সাধারণ বীমা করপোরেশন ক্যাটাগরি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
টেলিকমিউনিকেশন
গ্রামীণফোন লিমিটেড
সেবা
পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সম্মাননা পেয়েছেন।
প্রকৌশল
বি এস আর এম স্টিলস লিমিটেড, বাংলাদেশ স্টিল্‌ রি-রোলিং মিলস্ লিমিটেড ও র‍্যাংগস লিমিটেড।
খাদ্য ও আনুষঙ্গিক
নেসলে বাংলাদেশ পিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ট্রান্সকম বেভারেজ লিমিটেড ও
নিউজিল্যান্ড ডেইরী প্রডাক্টস বাংলাদেশ লিমিটেড।
জ্বালানি
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড ও শেভরন বাংলাদেশ ব্লকস থার্টিন এন্ড ফোর্টিন লিমিটেড
স্পিনিং এন্ড টেক্সটাইল
স্কয়ার টেক্সটাইলস্ পিএলসি ও কোটস বাংলাদেশ লিমিটেড ক্যাটাগরি।
ওষুধ ও রসায়ন-
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্যাটাগরি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরি
মিডিয়াস্টার লিমিটেড।
চামড়া শিল্প
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
অন্যান্য ক্যাটাগরি
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
এছাড়া উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতে গ্রামীণফোন লিমিটেড ও বাংলাদেশ ব্যাংককে সম্মাননা স্মারক দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Specify Twitter Consumer Key and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Twitter Login to work

Specify LinkedIn Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for LinkedIn Login to work

Specify Youtube API Key in the Super Socializer > Social Login section in the admin panel for Youtube Login to work

Specify Google Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Google and Youtube Login to work

Specify Instagram App ID and Instagram App Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Instagram Login to work

Your email address will not be published. Required fields are marked *