মনোনয়ন পত্র দাখিল করেছে ২৯ টি দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগসহ নিবন্ধিত দলগুলোর মধ্যে মোট ২৯টি দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। দলগুলোর মধ্যে মনোনয়নপত্র দাখিলকারীদের সংখ্যা ১৯৬৫ জন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭৪৭ জন। সব মিলিয়ে মনোনয়নপত্র দাখিল হয়েছে ২৭১২টি।

আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংশোধিত তালিকায় এ তথ্য পাওয়া গেছে।

এর আগে শুক্রবার ইসি জানিয়েছিল মনোনয়নপত্র দাখিল করেছে ৩২ রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ সারা দেশের রিটার্নিং অফিসে জমা পড়েছে ২৭১৩ প্রার্থীর মনোনয়নপত্র। এর একদিন পর সংশোধিত তালিকা প্রকাশ করল ইসি।

মনোনয়নপত্র দাখিল করা দল ও প্রার্থী সংখ্যা:

বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) ৩০৪, জাতীয় পার্টি জেপি (বাই সাইকেল) ২০, বাংলাদেশের সাম্যবাদী দল (চাকা) ৬, কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) ৩৪, গণতন্ত্রী পার্টি (কবুতর) ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (কুড়েঘর) ৬, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি) ৩৩, বিকল্প ধারা বাংলাদেশ (কুলা) ১৪, জাতীয় পার্টি (লাঙ্গল) ৩০৪, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (মশাল) ৯১, জাকের পার্টি (গোলাপফুল) ২১৮, বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা) ৪৭ , বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ) ১৪, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন) ২, ন্যাশনাল পিপলস পার্টি (আম) ১৪২, গণফোরাম (উদীয়মান সূর্য) ৯, গণফ্রন্ট (মাছ) ২৫, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ১৩, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ৩৯, বাংলাদেশ কল্যাণ পাটি (১৮), ইসলামী ঐক্যজোট (মিনার) ৪৫, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ৩৭, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাতপাঞ্জা) ৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন) ৫৫, বাংলাদেশ কংগ্রেস (ডাব) ১১৬, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) ১৫১, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএম (নোঙর) ৪৯, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) ৮২।

এদিকে শুক্রবার থেকে শুরু হয়েছে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই। যা চলবে আগামী সোমবার পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় থাকবে প্রার্থিতা প্রত্যাহারের। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। এরপর প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণা চালাতে পারবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Spread the love

Leave a Reply

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Specify Twitter Consumer Key and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Twitter Login to work

Specify LinkedIn Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for LinkedIn Login to work

Specify Youtube API Key in the Super Socializer > Social Login section in the admin panel for Youtube Login to work

Specify Google Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Google and Youtube Login to work

Specify Instagram App ID and Instagram App Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Instagram Login to work

Your email address will not be published. Required fields are marked *