বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. আশিকুর রহমান শান্ত’র দিকনির্দেশনা মোতাবেক ভোলা জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহিনের নেতৃত্বে ভোলা শহরের মুসলিম পাড়া যুবলীগ কার্যালয়ের সামনে হইতে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে পুনরায় যুবলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় যুবলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহিন।