দীর্ঘ ৮ বছর অপেক্ষা শেষে আজ বুধবার (১৬ নভেম্বর) বরগুনার সার্কিট ময়দানে অনুষ্ঠিত হচ্ছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। এতে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে সাজ সাজ রব ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
কর্মী-সমর্থকদের মধ্যে এক ধরনের চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ অনুষ্ঠান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ আজ সকাল ১০টায় উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকছেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, সদস্য গোলাম রাব্বানী চিনু ও আনিসুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বরগুনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ১৫ নভেম্বর। উক্ত সম্মেলনে সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সভাপতি ও জাহাঙ্গীর কবিরকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।