
পহেলা এপ্রিল থেকে টার্মিনাল ছাড়া ঢাকা শহরের আর কোথাও বাস টার্মিনাল থাকবে না
বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র। এছাড়া আগামী ৩১ জানুয়ারী ১শ টি নতুন বাস নিয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ২৩ নম্বর রুটের যাত্রা শুরু হচ্ছে। সকালে ঢাকা মহানগরীর পরিবহণ খাতে শৃঙ্খলা ফেরাতে সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা কনফারেন্স হলে ২৫ তম বৈঠক শেষে এ তথ্য জানান দুই সিটির মেয়র।
ঢাকা মহানগরীর পরিবহণ খাতে শৃঙ্খলা ফেরাতে সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা কনফারেন্স হলে ২৫ তম বৈঠক করে বাস রুট রেশনালাইজেশন কমিটি
এতে যোগ দেন ঢাকার দুই সিটি মেয়রসহ পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা
সিটি কর্পোরেশনের সবুজ গুচ্ছের আওতায় ১০০ টি নতুন বাস নিয়ে ৩১ জানুয়ারী এ রুটের উদ্বোধন করার আশা রাখেন তাপস। ২৪ ও ২৫ নম্বর রুট এপ্রিলে উদ্বোধনের আশা করেন তিনি।
১ এপ্রিল থেকে দুই সিটির ৫ টার্মিনালের যান বাহন সড়কে না রেখে বাস স্ট্যান্ডের ভেতরে রাখার নির্দেশ দেন আতিক। বাকি রুট গুলেতে দ্রুত বাস চলাচল শুরু করতে গুরুত্ব দেয়া হবে।
এছাড়া ২৪ ও ২৫ নম্বর রুট এপ্রিলে উদ্বোধনের পরিকল্পনা সিটি কর্পোরেশনের । এছাড়া পহেলা এপ্রিল থেকে বাসস্ট্যান্ডের পরিবহন সড়কে রাখা যাবে না।