বেশ কিছুদিন আগে রাজধানীর উত্তরার একটি স্বনামধন্য গার্মেন্টস একসেসরিজ কোম্পানীর মালিকের একটি কম্পিউটার হার্ডডিক্স হারিয়ে যায় যার মধ্যে তার নিজের ও তার বান্ধবীর ব্যক্তিগত আপত্তিকর অশ্লীল ছবি ও ভিডিও সংরক্ষিত ছিল। হার্ডডিক্সটি হারিয়ে যাবার কিছুদিন পর গার্মেন্টস একসেসরিজ কোম্পানীর মালিক তার বান্ধবীর নাম ও ছবি সম্বলিত দুটি ফেইক ফেসবুক আইডি দেখতে পান। এর কয়েকদিন পর তার নিজের হোয়াটসঅ্যাপ একাউন্টে একটি অজ্ঞাত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ একাউন্ট হতে প্রেরিত তার ও তার বান্ধবীর নগ্ন ছবি দেখতে পান। ছবি ও ভিডিও গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকি প্রদান করে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা দাবী করে উক্ত অজ্ঞাত নম্বরের হোয়াটসঅ্যাপ একাউন্ট হতে ব্ল্যাকমেইল করতে থাকে। ভূক্তভোগী গার্মেন্টস একসেসরিজ কোম্পানীর মালিক নিরূপায় হয়ে মামলা করে সিটি-সাইবার কে অবগত করলে ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম দুষ্কৃতীকারী সুলতান মাহমুদ শুভ (২৫) কে শনাক্ত করে শেরপুর জেলার ঝিনাইগাতি থানা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে জানাযায় উক্ত দুষ্কৃতীকারী গার্মেন্টস একসেসরিজ কোম্পানীর সাবেক কর্মী ছিল।
বিজ্ঞ আদালত দুষ্কৃতীকারীর দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।
সংবাদটি শেয়ার করুন,