
৭ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি কার্যক্রম শুরু হয়।
এর আগে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ ও দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা জিরো পয়েন্টে বৈঠক করেন। ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট ও ট্রান্সপোর্ট ইউনিয়ন নিজেদের মধ্যে আলোচনা শেষে আমদানি শুরু হয়।
সকাল থেকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় আইজিএম অনলাইনে করায় ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট ও ট্রান্সপোর্ট ইউনিয়ন আমদানি বন্ধ করে দেয়। ফলে দুই দেশের মধ্যে বন্ধ থাকে আমদানি কার্যক্রম। তবে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রফতানি স্বাভাবিক ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টরা আগের মতো হাতে লিখে আইজিএম বেনাপোল চেকপোস্ট কার্গো শাখায় জমা দেবেন। কাস্টমস কর্তৃপক্ষ অনলাইনে এন্ট্রি করার পর ভারতীয় পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করবে। আইজিএমে কোনো ভুল হলে সেটা দ্রুত সংশোধন করা হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে জিরো পয়েন্টে ভারত-বাংলাদেশের কাস্টম ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা হয়। ফলে ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টেরা বিকেল থেকে পণ্য আমদানি শুরু করেন।
চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার কলিমুল্লাহ বলেন, ১২টার দিকে নোম্যান্সল্যান্ডে ভারত-বাংলাদেশের কাস্টম ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা হয়। বিকেল থেকে নতুন নিয়মে পণ্য আমদানি শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০টি পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে এসেছে।