স্বপ্নের মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয় চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ আনন্দ মিছিলে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতার্মীরা অংশ নেন।
পরে সেখানে জেলা আওয়ামী লীগের সধারন সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এম বি সাইফ, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যাসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ মেট্রোরেলের যুগে প্রবেশ করলো। বিএনপি-জামায়েতের সকল ষড়যন্ত্র রুখে শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিনত হচ্ছে বাংলাদেশ। মেট্রোরেল চালু করায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
সংবাদটি শেয়ার করুন,