সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বোচার বাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় রাদিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়। এ খবরটি ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমানকে জানানো হলে তিনি তাৎক্ষনিক ভাবে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে নিহত শিশুর সৎকারের জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদানের নির্দেশ প্রদান করে।
পরে ঐ দিন বিকালেই উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান শামিম নিহত শিশু রাদিয়ার পিতা আবু সাইদ এর কাছে সৎকারের জন্য নগদ ১০ হাজার টাকা হস্তান্তর করে। এসময় উপস্থিত ছিলেন পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উদাখালী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ মকবুল হোসেন, ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ রফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় নিহত শিশুর পিতা সরকারী এই অনুদানের টাকা গ্রহন করার সময় কান্নায় ভেঙ্গে পড়েন ও তার নিহত শিশুর জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। সেই সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তার এই দূর্দীনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এগিয়ে আসায় ধন্যবাদ জানান।
সংবাদটি শেয়ার করুন