
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝিকুট শিক্ষাবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকলাণ সংগঠন ঝিকুট কেন্দ্রীয় পরিষদের আয়োজনে অনুষ্ঠানের সভাপত্বি করেন ঝিকুট উপদেষ্টা ও নটর ডেম বিশ^বিদ্যালয় অধ্যাপক ডক্টর মুহাম্মদ জমির হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ।ঝিকুট সিরাজদিখান পরিষদের সহযোগিতায় উপদেষ্টা সাংবাদিক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘ আইসিটি (অবসরপ্রাপ্ত) কর্মকর্তা নজরুল ইসলাম, সরকারি বিকেবি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইঞ্জনিয়ার গোলাম মওলা, সরকারি ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, লেখক ও গবেষক ডক্টর সাইদুল ইসলাম খান, লতব্দী ইউপি চেয়ারম্যান ফজলুল হক, পুলিশ পরিদর্শক আরশাদ আকাশ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, ঝিকুট কেন্দ্রীয় পরিষদ সভাপতি আব্দুল্লাহ কাদের, সাধারণ সম্পাদক লেখক আশরাফ ইকবালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট, কলম ও ডাইরি উপহার দেওয়া হয়। সেই সাথে সম্মানিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন,