মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়ছে।
মুকসুদপুর থানার আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
রবিবার (১৮ ডিসেম্বর) সকালে মুকসুদপুর থানার সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, পুলিশ বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সাংবাদিক হাফিজুর রহমান লেবু, কাজী ওহিদুল ইসলাম বক্তব্য রাখেন।অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর থানার ওসি তদন্ত খন্দকার আমিনুর রহমান। পরে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের ফল দিয়ে সংবন্ধনা দেয়া হয়।
এসব বক্তরা বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী একাত্তরের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চ লাইটের নামে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করে। এসময় পাকিস্তানী হানাদার বাহীনিকে প্রতিরোধ করতে পুলিশ বাহিনী রুখে দাঁড়ায়। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র যুদ্ধ রাজারবাগ পুলিশ লাইন থেকেই শুরু হয়েছিল।
সংবাদটি শেয়ার করুন