ঐতিহাসিক মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির পর শহীদ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচীতে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য গাইবান্ধা-৩ এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। এরপর আওয়ামীলীগের পক্ষে দলীয় নেতৃবৃন্দ,উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম , উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, সহকারি কমিশনার ভুমি, প্রানী সম্পদ অফিসার, পৌরসভার পক্ষে মেয়র গোলাম সারোয়ার বিপ্লব ও পৌর স্টাফ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা এর নেতৃত্বে থানা পুলিশের পক্ষে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ইন্সপেক্টর তদন্ত দিবাকর অধিকারী সহ থানা পুলিশের একটি টিম, উপজেলা আওয়ামীলীগ এর পক্ষে সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের নেতৃত্বে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীগণ, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনুর নেতৃত্বে মহিলা আওয়ামীলীগ নেত্রীগণ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাসের নেতৃত্বে জোটের নেতৃবৃন্দ, প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের টিম, পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্রের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীগণ ,জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু ও সহ সভাপতি মাসুদ পোদ্দারের নেতৃত্বে শ্রমিকগণ, সাংবাদিক আশরাফুল ইসলাম ও রবিউল ইসলাম লিয়াকতের নেতৃত্বে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ এর নেতৃবৃন্দ। এছাড়াও জাতীয়পার্টির নেতাকর্মী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ, উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন গুলোর পাশাপাশি বিশ্ব সাহিত্য কেন্দ্র, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও ১৫ আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।
এরপর পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সালাম গ্রহন করেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এরপর ডিসপ্লে প্রদর্শন ও খেলাধুলা শেষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়।
এছাড়াও ধর্মীয় উপসানালয়ে দোয়া ও এতিম খানায় উন্নতমানের খাবার বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন