গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এ স্লোগান নিয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার অয়েশা সিদ্দিকা, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কবীরসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভেলিয়নে বিভিন্ন দপ্তরের ৩১টি স্টল বসেছে। মেলায় উদ্ভাবকদের উদ্ভাবনী উদ্যোগে ১২টি স্টার্টআপ প্রদর্শন করা হচ্ছে। এছাড়া প্রতিদিরন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ মেলা চলবে আগামীকাল বৃহস্পতিবার বিকাল পযর্ন্ত।
সংবাদটি শেয়ার করুন,