
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আমানউল্লাহ বিশ্বাস (২২) নামে ব্যাটারী চালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ইজিবাইকের আরো ৪ যাত্রী।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের বাট্রাইধোপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম দূর্ঘটনার বিষযটি নিশ্চত করেছেন।
নিহত আমানউল্লাহ বিশ্বাস কাশিয়ানী উপজেলার বাথানডাঙ্গা গ্রামের আব্দুল্ বিশ্বাসের ছেলে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য।
পরিদর্শক শরিফুল ইসলাম জানান, একটি ব্যাটারী চালিত ইজিবাইকে করে মামা বাড়ি কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে নিজ বাড়ী বাথানডাঙ্গা যাচ্ছিল। এসময় খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে ধাক্কা দেয়।

এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে আমানউল্লাহ নিহত হন। এসময় ইজিবাইকের অপর ৪ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা হতহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
সংবাদটি শেয়ার করুন,