
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০জন প্রতিবন্ধীর মাঝে ১০টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বান্দল গ্রামে অবস্থিত সংগঠনটির কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ।
মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, বিশিষ্ট নাট্যকার আকাশ রঞ্জন, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বশির বিন সামসুদ্দিন, সমাজসেবক রাকিবুল হাসান উপস্থিত ছিলেন। পরে ১০জন প্রতিবন্ধীর মাঝে ১০টি হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বাগান উত্তরপাড়া গ্রামের প্রতিবন্ধী কালিদাস (৫২) বলেন, আমার দুটি পা নেই। আমি সবসময় ঘরে এক বসে থাকতাম। এখন মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন আমাকে একটি হুইল চেয়ার দেওয়ায় আমি ঘরের বাইরে চলাচল করতে পারবো। এ জন্য আমি মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ বলেন, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ উপজেলায় সমাজসেবামূলক কাজ করে আসছে। তারা আগামীতেও এ ধরণের কর্মকান্ড চালিয়ে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।
মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ বলেন, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করছে। আগামীতেও আমাদের এ ধরণের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।