জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি সোমবার সকালে নাট্য সংস্থা চত্তরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব কর্মসুচীর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক,সংগঠনের সহ-সভাপতি শাহজাহান খান আবু,আমিনুল ইসলাম গোলাপ, নাট্য সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হানিফ বেলালসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন,সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদের ছোবল থেকে রক্ষা করতে হবে।সাতদিন ব্যাপী এই কর্মসূচিতে রয়েছে আলোচনা,নাটক,সাংস্কৃতিক অনুষ্ঠান,আবৃত্তি ও শিশুদের নানা প্রতিযোগিতা।
১৯ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ কর্মসুচী।