গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সোনারপাড়া এলাকায় গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান।
নিহতরা হলেন- উপজেলার সাফেয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক ও গোবিন্দগঞ্জ উপজেলা সদরের শিল্পপাড়ার বাসিন্দা রুবেল মিয়া (৪২) এবং উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ি গ্রামের আবু বকর মণ্ডলের স্ত্রী দুলালী বেগম (৫০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বালুবাহী মিনি ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুলালী বেগম মারা যান।
আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মিয়া মারা যান।
ওসি ইজার উদ্দিন আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।