জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় গণতন্ত্র পুনউদ্ধার সহ ১০ দফা দাবীতে গাইবান্ধায় পুলিশি বাধার উপেক্ষা করে বিএনপির সমাবেশ ও বিক্ষোভে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গাইবান্ধা পৌর শহরের জেলা বিএনপি অফিসের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডা: ময়নুল হাসান সাদিক জেলা বিএনপির সাধারন সম্পাদক রশিদুন্নবী টিটুল ,পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভের লক্ষে গণমিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কের সামনে গেলে পুলিশের বাধার মুখে পরে । সেখানে পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে । এরপরে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা বিশাল গণমিছিল নিয়ে রেলগেট এলাকা থেকে ঘুরে বিএনপি অফিস চত্তরে গিয়ে পূণরায় সমাবেশে মিলিত হয়।
বক্তারা, গণতন্ত্র র্পুনউদ্ধার সহ ১০ দফা দাবী আদায়ে লক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন কে বেগবান করার আহবান জানান।