গাইবান্ধা জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা ”মিট দ্যা প্রেস কনফারেন্স” করেছেন নবাগত জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। নবাগত পুলিশ সুপার কামাল হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তাগণ।
রবিবার সকালে পৌর শহরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে গাইবান্ধা জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা মিট দ্যা প্রেস এ মতামত ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন এবং সেই সাথে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেছেন তিনি। এর আগে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে পরিচয় ও মতামত গ্রহন করেন। মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মাঝে বক্তব্য রাখেন সিদ্দিক আলম দয়াল, অমিতাব দাস হিমু, শামিম আল সাম্য,খালেদ হোসেন,জাভেদ হোসেন, মিলন খন্দকার,আফরোজা লুনা,এস এম বিপ্লব, আতিক বাবু, রিপন আকন্দসহ অন্যান্যরা। এ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল সংবাদ কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত পুলিশ সুপার। মতবিনিময় শেষে সংবাদকর্মীদের পক্ষ থেকেও পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।