দীর্ঘ প্রতীক্ষার পর ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে নবগঠিত ভূল্লী থানা উদ্বোধন করা হয়েছে। এতে বাঁধ ভাঙা আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে ঠাকুরগাঁও ও ভূল্লীবাসীর মাঝে।
বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বালিয়া ইউনিয়নে অবস্থিত ভূল্লী থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রথমে থানার গেটে ফুলের মালার ফিতা কেটে, পরে থানার নেম ফলক উন্মোচন, এরপর বেলুন উড়িয়ে থানার উদ্বোধন করেন মন্ত্রী। এছাড়াও থানা চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি।
থানা উদ্বোধন কার্যক্রম শেষে উদ্বোধন উপলক্ষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামীলীগের আয়োজনে এক জনসভায় যোগ দেন মন্ত্রী।
একদিকে দীর্ঘদিন পরে ভূল্লীবাসী থানা পাওয়ায় জনগণের উচ্ছ্বাস, অন্যদিকে মন্ত্রীর আগমনে মানুষের ঢল নামে ভূল্লীতে।
দেখা যায়, থানা উদ্বোধন ও সমাবেশে সকাল থেকেই দলে দলে ঢাকঢোলের তালে তালে নাচতে নাচতে হেটে ও যানবাহনে এসে জড়ো হন শিশু কিশোর, যুকব-যুবতীসহ সকল বয়সের মানুষ ।
২৯ মার্চ ২০১৮ সালে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে থানা করার ঘোষণা দেন এবং ২৪ এপ্রিল ২০২২ প্রজ্ঞাপন জারি করেন মহামান্য রাষ্ট্রপতি। তারই প্রেক্ষিতে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার থানার শুভ উদ্বোধন করা হয়।
সংবাদটি শেয়ার করুন,