জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে প্রত্যেককে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। ধর্মীয় বিধি-বিধান পালনের মাধ্যমে মানুষের পারস্পরিক সৌহার্দতা, মায়া-মমতা বৃদ্ধি পায়। রোজা ইসলাম ধর্মের একটি অন্যতম স্তম্ভ, রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে। রোজা তাকওয়া অর্জনসহ রোজাদারকে পরিশুদ্ধ মানুষে পরিণত করে।
জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ৫ এপ্রিল, বুধবার ঢাকার সবুজবাগস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বিষয়ে গণমাধ্যমকে আরো অধিক সচেষ্ট থাকার জন্যে তিনি আহ্বান জানান। জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি আলমগীর গনি । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-প্রশিক্ষণ সম্পাদক এস এম মহসিন উদ্দিন, নির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান সাজু, সাবেক দপ্তর সচিব জহুরুল ইসলাম, সদস্য আবেদ আলী প্রমুখ। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি ও প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।