বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। পর্যটনশিল্পের মাধ্যমে বাংলাদেশ প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ২০১৮-২০১৯ আর্থিক বছরে জিডিপিতে পর্যটন খাতের অবদান ৩.২ শতাংশ। পর্যটনশিল্পকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হলে আরো অনেক বেশি পর্যটক আকর্ষণ করতে হবে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে কাজ করতে হবে। বাংলাদেশের পর্যটনশিল্পে সম্ভাবনা খুবই উজ্জল। বাংলাদেশের পর্যটন শিল্পকে আরো উন্নত করার জন্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াড ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন (বিটিইএ) এর উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিটিইএ’র সভাপতি শহিদুল ইসলাম সাগর এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ইন্দো-ইউরোপিয়ান চেম্বার অব স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিপি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তাষ কুমার দেব প্রমুখ।