তুরস্কের দক্ষিণাঞ্চলে গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তুষার ও ভারী বৃষ্টির কারণে অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে প্রায় ৩ লাখ লোকের শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন পর্যন্ত এ ভূমিকম্পে ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
এই মানবেতর জীবন যাপন করা মানুষদের পাশে দাঁড়াতে বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠনের উদ্যোগে বাংলাদেশের তুরস্ক দূতাবাসে ৩ শতাধিক কম্বল হস্তান্তর করেছেন শ্রমিক নেতা মোঃ মোফাজ্জল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মোঃ আবুল হাসেম,ও মোঃ সামসুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রমিক নেতা মোঃ মোফাজ্জল হোসেন তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক এবং ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান তুরস্কে এবং সিরিয়ার ক্ষতিগ্রস্তদের পাশে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত প্রসারিত করার জন্য।
এই মহতী উদ্যোগের সাথে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য বিশেষ করে তুরস্ক এবং সিরিয়ায় ক্ষতিগ্রস্ত ও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে দেশবাসীর উদ্দেশ্য বিশেষ মোনাজাত করা হয়।