মৌলভীবাজারে করোনা ভাইরাস প্রতিরোধে রিক্সা চালকদের মধ্যে মাক্স বিতরন
শেখ সাহেদ মিয়া। মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার সুনামধন্য মার্কেট এস আর প্লাজা ব্যবসায়ী সমিতির উদ্যোগে দিন মজুর রিক্সা চালকদের মধ্যে বিনামূল্যে মাক্স বিতরন করা হয়।
২১ শে মার্চ শনিবার মৌলভীবাজার বিভিন্ন পয়েন্টে দিন মজুর রিক্সা চালকদের বিনামূল্যে মাক্স বিতরন করেন এস আর প্লাজা ব্যবসায়ী সমিতি।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার এস আর প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মনসুর আখন্দ,সহ সভাপতি মঞ্জু কান্তি দেব,সাধারণ সম্পাদক শোয়েব আহমদ,সহ সাধারণ সম্পাদক চিন্ময় চৌধুরী সহ এস আর প্লাজার সকল ব্যবসায়ী বৃন্দ।