আজ সোমবার, ০৮ মার্চ ২০২১, ১১:১০ অপরাহ্
চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৯ এ অংশ গ্রহণ করে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি
মাহবুব হোসেন (মামুন): গত ২০/০৯/২০১৯ খ্রিঃ শুক্রবার সন্ধ্যা ৮:৩০ মিনিটে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগ, নৃত্য বিভাগ, নাট্যকলা বিভাগ, চারুকলা বিভাগের ছাত্র/ ছাত্রীরা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিভিন্ন অডিটরিয়ামে অংশ গ্রহণ করে সুনাম কুড়িয়েছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, নরসিংদী জেলা কালচারাল অফিসার শাহালা খাতুনের অক্লান্ত পরিশ্রমে নরসিংদীর শিল্প- সংস্কৃতির অনেক উন্নতি হয়েছে এবং দেশ সেরা কালচারাল অফিসার পদক পেয়েছে। songbad24.net কে তিনি জানিয়েছেন আমি নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষকবৃন্দ সহ সকল কলাকুশলীদের আন্তরিক অভিনন্দন জানাই সেই সাথে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি তথা শিল্প- সংস্কৃতি সমৃদ্ধি কামনা করি। সংগীত বিভাগের চমৎকার পরিবেশনায় হলরুম ভর্তি দর্শকের মন জয় করেছে। এছাড়াও ইউশা আমিনের নৃত্য পরিবেশনায় দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছে।