গত কয়েক দিন ধরেই চর্চায় আছেন ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান। তার বিরুদ্ধে এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’সহ একাধিক অভিযোগ আনেন রহমত উল্ল্যাহ নামক এক প্রযোজক। বিপরীতে তাকে ‘ভুয়া’, ‘বাটপার’ প্রযোজক বলে আখ্যা দেন শাকিব। এবার সেই প্রযোজক জানালেন, শিগগির শাকিবের বিরুদ্ধে আইনি পথে হাঁটবেন তিনি।
সমস্যার সূত্রপাত হয়, গত ১৫ মার্চ থেকে। যখন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক শাকিবের বিরুদ্ধে শুটিংয়ে শিডিউল ফাঁসানো, নারী সহপ্রযোজককে ধর্ষণ, অসদাচরণ ও চুক্তিভঙ্গসহ একাধিক লিখিত অভিযোগ চলচ্চিত্রের বিভিন্ন সমিতিতে জমা দেন। পর দিন শাকিব সেই প্রযোজকের সঙ্গে মীমাংসার টেবিলে বসলেও কোনো ফলাফল আসেনি। এরপর ওই প্রযোজক চলে যান অস্ট্রেলিয়াতে, আর শাকিব ছোটেন থানা ও ডিবি কার্যালয়ে।
রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব। তিনি বলেন, ‘রহমত উল্ল্যাহ প্রযোজক না, তার সঙ্গে আমার কিংবা পরিচালকের কোনো চুক্তি নেই। এত বছর পর প্রতারক রহমত উল্ল্যাহ যে অভিযোগটা নিয়ে এলেন তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।’
শাকিব আরও বলেন, ‘রহমত উল্ল্যাহ ভুয়া প্রযোজক, বাটপার। রহমত উল্ল্যাহ শুধু আমার সঙ্গে প্রতারণা করেনি, গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমাকে পছন্দ করে দেশের এমন লাখো-কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে।’
শাকিব খানের এমন মন্তব্যের পর এবার মুখ খুললেন প্রযোজক রহমত উল্ল্যাহ। অস্ট্রেলিয়া থেকে তিনি বলেন, ‘আমার প্রশ্ন, আমি প্রতারক, ভুয়া প্রযোজক হলে শাকিব আমার সঙ্গে সমঝোতার জন্য বসেছিল কেন? জটিলতাগুলোর সমাধান না করে লোক হাসাচ্ছেন তিনি।’
যেহেতু শাকিব আইনি পথে এগোচ্ছেন তাই তিনিও আইনি পথেই হাঁটবেন বলে নিশ্চিত করেছেন। রহমত উল্ল্যাহর কথায়, “আমি ভুয়া প্রযোজক ও প্রতারক, দাবি করছে শাকিব। এর জবাব তাকে আইনিভাবেই দেব আমি। সব কাগজপত্রসহ দেশে এসে পুলিশের কাছে যাব। তখন আইন ঠিক করবে কে প্রতারক। আমি যে ‘অপারেশ অগ্নিপথ’ সিনেমার প্রযোজক এটা শাকিব ভালো করেই জানে।”
প্রসঙ্গত, আশিকুর রহমানের পরিচালনায় ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা ছিলেন নবাগত সিবা আলী খান। সেসময় ছবিটির টিজার অন্তর্জালে বেশ ঝড় তোলে। ছবিটি ঘিরে ভক্ত-দর্শকের আলাদা উন্মাদনা থাকলেও পরে আর আলোর মুখ দেখেনি।