২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বেশ ক’টি পদক পায় অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমাটি। যেখানে সেরা অভিনেত্রী হন জয়া আহসান। আর সিনেমায় পার্শ্ব চরিত্রে ছিলেন শবনম ফারিয়া।
তার দাবি, দ্বিতীয় পুরস্কারটি ‘দেবী’র ঘরের যাওয়ার কথা থাকলেও তা হয়নি।
আজ বুধবার এক ফেসবুক পোস্টে অভিনেত্রী বলেন, ‘কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি “দেবী”র জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি। জয়া আপু সেরা অভিনেত্রী আর আমি সেরা পার্শ্ব অভিনেত্রী। পরদিন গেজেটে দেখি, কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম!’
তিনি আরও লিখেছেন, ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই। কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে। আশা করি, এখন শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড না, সব ধরনের রিকোগনেশনই দেওয়া থেকে শুধু মাত্র মেধা, যোগ্যতা আর দক্ষতা দিয়ে, চাটুকরিতার জন্য না।’
এদিকে, ২০১৮ সালের সেই পার্শ্ব চরিত্রে পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী সুচরিতা। ‘মেঘকন্যা’ সিনেমার জন্য তিনি পুরস্কারটি পান। আর ‘দেবী’ ছিল ফারিয়ার প্রথম সিনেমা। সরকারি অনুদানে এটি প্রযোজনা করেন জয়া আহসান।