গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানদের প্রতিপক্ষ ছিল হ্যাম্পশায়ার হকস। উদ্বোধনী ম্যাচে একপ্রকার নিশ্চিত জেতা ম্যাচ সুপার ওভারে নিয়ে হেরেছে রংপুর।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হ্যাম্পশায়ার। তবে রংপুরের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে দলীয় সংগ্রহ খুব বেশি বড় করতে পারেনি দলটি।
বল হাতে দুর্দান্ত বল করেছেন রংপুরের জ্যাক চ্যাপেল, হার্মিত সিংরা। জ্যাক চ্যাপে একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া হার্মিত নিয়েছেন ২টি এবং মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিশাদ হোসেন নিয়েছেন ১টি করে উইকেট। চ্যাপেল-হার্মিতদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর, শেষ পর্যন্ত অলআউট হয় ১৩২ রানে।
এদিকে ১৩৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরও ব্যাট হাতে ভালো করতে পারেনি। উদ্বোধনী জুটিতে ৪৬ রান করলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি দুই ওপেনার স্টিভেন টেইলর ও সৌম্য সরকার। পরে সোহান-খুশদিলরাও দলের হাল ধরতে পারেননি। ফলে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রংপুরের ইনিংসও থামে ১৩২ রানেই।
এদিকে ম্যাচ সুপার ওভারে গড়ানোর পর আগে ব্যাট করে রংপুর। রংপুরের খুশদিল শাহ ও স্টিভেন টেইলর মিলে ৬ বলে করতে পারেন ১২ রান। এরপর ১ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় হ্যাম্পশায়ার। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান লিয়াম ডাউসন।