আজ মঙ্গলবার থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সাকিব আল হাসান। তবে এদিন মাঠে বেশ কিছু সময়ে তামিম ইকবালকে ফিল্ডিংয়ে পরিবর্তন আনতে দেখা যায়।
একইসঙ্গে বোলারদের সঙ্গেও কথা বলতে দেখা যাচ্ছিল তামিমের। শুরুর দিকে অবশ্য এদিন বল হাতে নেননি সাকিব, তবে ৬৬তম ওভারে করেছেন নিজের প্রথম ওভার। ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাইজুল ইসলাম। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তামিমের এমন অধিনায়কত্ব করার কারণ।
জবাবে তিনি বলেন, ‘তামিম ভাইয়ের মনে হয়েছে, এভাবে অ্যাটাক করলে ওই সময় কিছু রান বের হয়ে যাচ্ছিল। মনে হয়েছে এভাবে অ্যাটাক করলে রানটা চেক দেওয়া যাবে। ওইজন্য সেট-আপটা বদল করা হয়েছে। সাকিব ভাইও ইতিবাচকভাবে নিয়েছেন।’
মিরপুরের পিচে এদিন আইরিশ ব্যাটারদের ৮ উইকেট তুলে নিয়েছে টাইগার স্পিনাররা। তবে তাইজুল বলছেন, ‘এখানে পেসারদের জন্যও সহায়তা আছে, ‘দিন গড়ানোর সঙ্গে তেমন কোনো বদল নেই উইকেটে। উইকেটটা এমন, চাইলেই বড় শট খেলা যাবে না। টিকে থাকতে পারবেন হয়তো, তবে শট খেলতে গেলেই কিছু একটা হয়ে যাবে। ভালো লাইন বা লেংথে করলে পেসার বা স্পিনার হলে সবাই সুবিধা পাবে।’