বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

বিশেষ কোনো আয়োজন ছাড়াই হয়ে গেল বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন। ঘরোয়া পরিবেশে অনাড়ম্বর ভাবেই হয়েছে এবারের জার্সি প্রকাশ। স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারের নতুন জার্সি পরিহিত একখানা ছবি দিয়েই দায়িত্ব শেষ করেছে বিসিবি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য বাংলাদেশের জার্সি অবশেষে প্রকাশ্যে আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার মধ্যরাতে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জনের জার্সি পরিহিত এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বিসিবি।
প্রতিবারের ন্যায় এবারও চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রঙ। পুরো জার্সিতেই বাঘের ডোরাকাটা আবছা ছাপ রাখা হয়েছে। কাঁধে লাল রেখাও নেমে গিয়েছে বাঘের চামড়ার আদলে। মাঝে হালকা হলুদ আর হাতের বর্ডারে থাকছে সোনালি রঙের ছাপ।
জার্সিতে বাংলাদেশ এবং স্পন্সরের নাম রাখা হয়েছে সাদা রঙে। একই রঙে থাকছে বিশ্বকাপের লোগোটাও। জার্সিতে লাল রঙেরও ব্যবহার আছে। তবে আগের মতো এতটা বেশি নয়।
জার্সি নিয়ে বাংলাদেশের দর্শকদের আবেগ বরাবরই বড্ড বেশি। প্রতি আসরের আগেই নতুন জার্সি নিয়ে থাকে একটু বেশিই মাতামাতি। তবে জার্সি প্রকাশে প্রতিবারেই একটু বেশিই সময় নেয় বিসিবি। এবারও যার ব্যতিক্রম নয়।
তবে জার্সি প্রকাশ পেলেও টাইগারদের আসল জার্সি পাওয়া যাবে না কোনো আউটলেটে। ভারত-পাকিস্তানের সমর্থকরা সহজেই অনলাইন থেকে দলের জার্সি কিনতে পারলেও, সে সুযোগ পাচ্ছেন না বাংলাদেশি সমর্থকরা। অবশ্য বিসিবি চাইলে জার্সি সরবরাহ করবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
ছবিতে জার্সি গায়ে যারা : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

Spread the love

Leave a Reply

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Specify Twitter Consumer Key and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Twitter Login to work

Specify LinkedIn Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for LinkedIn Login to work

Specify Youtube API Key in the Super Socializer > Social Login section in the admin panel for Youtube Login to work

Specify Google Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Google and Youtube Login to work

Specify Instagram App ID and Instagram App Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Instagram Login to work

Your email address will not be published. Required fields are marked *