লোগো ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে ডিএনসিসি মেয়র’স কাপ সিজন-২ এর উদ্বোধন করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র’স কাপ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এসময় তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে মেয়র’স কাপ সিজন-২ এর শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
জানা যায়, আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই মেয়র’স কাপ। টুর্নামেন্টে থাকবে ক্রিকেট, ফুটবল ও ভলিবল। ক্রিকেট ও ফুটবলে ৫৪টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরের নেতৃত্বে ৫৪টি টিম এবং ভলিবলে সংরক্ষিত নারী কাউন্সিলরদের নেতৃত্বে ১৮টি টিম অংশগ্রহণ করবে।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতেই আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র’স কাপ টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছি। সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে একটি বড় হাতিয়ার হলো খেলাধুলা। এই মেয়র’স কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য।