চলতি বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাটিতে একের পর এক সিরিজ জিতেছে বাংলাদেশ। এমনকি বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকেও হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে সাকিব আল হাসানের দল।
মাস কয়েক আগেও এই ফরম্যাটে হারের বৃত্তে বন্দী চঘিল টাইগাররা। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, সেসব এখন কেবলই অতীত। একই কথা শোনা গেছে মেহেদি হাসান মিরাজের কণ্ঠেও। এই অলরাউন্ডারের মতে, টি-টোয়েন্টিতেও বেশ উন্নতি করেছে দল।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা ব্যাক টু ব্যাক সিরিজ জিতেছি এবং ভালো ক্রিকেট খেলছি। এর আগে একটা কথা বলা হতো আমরা শুধু ওয়ানডেতে ভালো খেলছি, টি-টোয়েন্টিতে ভালো করছি না বা ভালো খেলছি না এখন কিন্তু আমরা টি-টোয়েন্টিতেও দিনের পর দিন উন্নতি করছি, ভালো করছি।’
মিরাজের দাবি দলের এগারো জন ক্রিকেটারই এখন পারফর্মার। তিনি বলেন, ‘একটা দল যখন জিততে থাকে, সবার আত্মবিশ্বাসটা বেশি থাকে। আর স্পষ্টতই দলের ভেতর ১১জনের সবাই যদি ম্যাচ জেতানো খেলোয়াড় থাকে, তখন কিন্তু সবার আত্মবিশ্বাস আরও বাড়ে। আমাদের সবার আত্মবিশ্বাস আছে, সবাই ম্যাচ জেতাতে পারে।’