কাতার বিশ্বাকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছে আর্জেন্টিনার সমর্থকেরা।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থকবৃন্দের আয়োজনে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরী এন্ড স্পোটিং ক্লাব চত্ত্বরে এ ভূরিভোজের আয়োজন করে।
এ ভূরিভোজের জন্য কেনা হয়েছে একটি গরু। এ ভূরিভোজ আয়োজন উপলক্ষে সকাল থেকে পবনাপাড় গ্রামের আশপাশ থেকে আর্জেন্টিনার সমর্থকরা কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরী এন্ড স্পোটিং ক্লাব চত্ত্বরে জড়ো হয়ে পতাকা নিয়ে আনন্দ উল্লাস করে। এসময় তারা আর্জেন্টিনার শুভ কামনা করে এবং ফাইনালে আর্জেন্টিনা জিতে চ্যাম্পিয়ন হয়ে মেসির হাতে বিশ্বকাপ উঠবে বলে আশা প্রকাশ করেন।
আজ রোববার রাত ৯টায় কাতার বিশ্বাকাপ ফুটবলের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রার্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
সংবাদটি শেয়ার করুন