আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়ে মঙ্গলবার ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ‘এ’ দল। এর পরদিন (বুধবার) নিশ্চিত হয়েছে পরের রাউন্ডে টাইগারদের প্রতিপক্ষ। পাকিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ভারত সেমিতে ওঠে। ফলে ‘এ’ গ্রুপের রানার্স-আপ টাইগারদের সঙ্গে ম্যাচ পড়ে ভারতের।
আগামীকাল (শুক্রবার) দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময়) ফাইনালে উঠার লড়াইয়ে তাদের বিপক্ষে নামবেন সৌম্য সরকাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।
এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২১ রানে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের আগেই ভারত হুঙ্কার দিয়ে রেখেছে। দুই দলের এই লড়াইটি হয়েছিল ভারতকেন্দ্রীক।
ভারতের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হয় ভারত। অন্যদিকে ভারতের থেকে ২ পয়েন্ট কম নিয়ে ৪ পয়েন্টে পাকিস্তান হয় দ্বিতীয়। এদিকে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সমান ৪ পয়েন্ট হলেও রান রেটে বাদ পড়ে যায় আফগানরা। একইসঙ্গে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে লঙ্কানরা রানরেটে বড় সাফল্য পায়। ফলে বাংলাদেশকে টপকে গ্রুপসেরা হয়ে যায় তারা। শিরোপার নির্ধারণী ম্যাচের আগে জয়ের বিকল্প নেই সাইফ হাসানের দলের।
বাংলাদেশ-ভারতের ম্যাচের আগে সকালে প্রথম সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।