সোমবার সকাল থেকেই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের শীর্ষ ক্লাব কর্তারা আসতে শুরু করেন। উদ্দেশ্য ছিল আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট কর্মকর্তার সঙ্গে বৈঠক করা। এরই এক ফাঁকে ঘটনাস্থলে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দেখা মেলে। তিনিও আর্জেন্টিনা ফুটবল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।
পরে সন্ধ্যার পর হঠাৎ খবর রটে, আর্জেন্টিনায় খেলতে যাচ্ছেন জামাল। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল ক্লাব সোল দে মায়ো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছে, ‘জামাল ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে ভিয়েদমায় (ক্লাবের ডাক নাম) স্বাগতম।’
আর্জেন্টিনার নির্ভরযোগ্য সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জামাল সোল দে মায়োতেই যাচ্ছেন বলে জানিয়েছে।
চলতি বছরের শুরুতে ওই ক্লাবে ডাক পেয়েছিলেন বসুন্ধরা কিংসের দুই ডিফেন্ডার তপু বর্মণ ও মাহমুদুল হাসান কিরণ। তবে বসুন্ধরা থেকে ছাড়পত্র না পাওয়ায় আর্জেন্টিনার ক্লাবে যাওয়া হয়নি তাদের। জামালের সঙ্গেও চুক্তি রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রের। অর্ধযুগ সাইফ স্পোর্টিংয়ে খেলার পর এবার প্রায় কোটি টাকায় শেখ রাসেলে যোগ দেন জামাল ভূঁইয়া। ফলে জামালকে শেখ রাসেল ছাড়বে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।
আর্জেন্টিনার মিডিয়া ও ক্লাবে জামালকে নিয়ে সৃষ্ট আলোচনা নিয়ে এখনো মুখ খোলেননি। এমনকি এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি জামালের ক্লাব শেখ রাসেল।