কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হট ফেভারিট দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটর সাইকেল শোভাযাত্রা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে যেন মাতামাতির শেষ নেই। আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর সুপার মার্কেট থেকে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের করে আর্জেন্টিনার সমর্থকেরা। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় সমর্থকদের গায়ে আর্জেন্টিনার জার্সি ও পতাকা শোভা পাচ্ছিলো। প্রায় ঘন্টাব্যাপী এ মোটরসাইকেল শোভাযাত্রায় মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে বিভিন্ন শ্লোগানও দেয় সমর্থকেরা।
আর্জেন্টিনার সমর্থক সজল বিশ্বাস বলেন, আজ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডের মুখোমুখি হবে। আজকের ম্যাচ জিতে ৩৬ বছর শিরোপা খড়া কাটানোর জন্য একধাপ এগিয়ে যাবে আর্জেন্টিনা। আজ মেসি তার পায়ের জাদুতে বিশ্বকে মাতিয়ে রাখবে বলে আশা করি।
কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার দিবাগত রাত ১ টায় নেদারল্যান্ডের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা।