
চলতি বছর আগস্টে মিয়ানমারে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও তা না হওয়ার সম্ভাবনাই বেশি। শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে তেমন ইঙ্গিতই মিলেছে।
মিয়ানমারের অভিবাসন ও জনসংখ্যামন্ত্রী ইউ মিন্ট কিয়াংকে উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, আগামী বছর ২০২৪ সালের অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে জনশুমারি হবে দেশটিতে।
তার এই উক্তিটি গুরুত্বপূর্ণ এই কারণে যে, এর আগে মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং বলেছিলেন, জাতীয় নির্বাচনের পূর্বশর্ত হলো ভোটার তালিকা এবং এই তালিকা করতে হলে জনশুমারির প্রয়োজন।
জেনারেল হ্লেইং আরও বলেছিলেন, দেশের অবস্থা স্থিতিশীল হলেই কেবল নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গত ফেব্রুয়ারিতে জান্তাশাসিত নির্বাচন কমিশন মিয়ানমারের রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণের জন্য কিছু শর্তও বেঁধে দিয়েছিল।
২০২০ সালের জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পেয়ে সরকার গঠন করেছিলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। কিন্তু সেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। জেনারেল মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।
অং সান সুচি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমেক্রেসির (এনএলডি) অধিকাংশ নেতাকর্মী বর্তমানে কারাগারে বন্দি আছেন।
গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচন কমিশন জানিয়েছিল, চলতি বছর আগস্টের দিকে হতে পারে জাতীয় নির্বাচন।