পাকিস্তানের উত্তরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে আজ শুক্রবার ভোরের দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে ২০ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও ২১ জন হাসপাতালে ভর্তি আছেন। বাসটি রাওয়ালপিন্ডি থেকে উত্তরের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে কারাকোরাম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের দৈনিক ডন।
স্থানীয় সরকারের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বাসটি গিলগিত-বালতিস্তানের দিয়ামের জেলার উপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে যায়।’
দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে ৩৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর কয়েকজন মারা গেছেন বলে জানান একজন উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ হয়েছে। এখনও যে ২১ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটতে দেখা যায়। যাতে বহু মানুষের প্রাণ যায়। দেশটিতে গাড়ি চালকরা ট্রাফিক আইন যেমন মানেন না তেমন অনেক প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ। যানবাহনের অবস্থাও মানসম্মত নয়।