দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে একটি আতশবাজির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন একশরও বেশি মানুষ।
শনিবার (২৯ জুলাই) দেশটির নারাথিওয়াত প্রদেশের সুনগাই কুলোক শহরে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের পর এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
যে ভবনে আতশবাজির গুদামটি ছিল সেটি নির্মাণাধীন ভবন ছিল। আর ওই ভবনে লোহার ঝালাইয়ের কাজ চলার সময় দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
নারাথিওয়াতের গভর্নর সানান পোঙ্গাকসর্ন বলেছেন, ‘সুনগাই কুলোকে একটি আতশবাজির গুদামে আজ বিকেলে বিস্ফোরণ হয়। সর্বশেষ মৃতের সংখ্যা হলো ৯ এবং আহতের সংখ্যা ১১৫।’
তিনি আরও বলেছেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে আছে। প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে বিস্ফোরণের কারণ ছিল ঝালাইয়ের কাজের একটি ত্রুটি। ভবনটি নির্মাণাধীন ছিল।’
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিতে দেখা যাচ্ছে, একটি ভবন থেকে আকাশে বড় আকারের ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বিস্ফোরণের প্রভাবে কয়েকটি দোকান, বাড়ি এবং যানবাহন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বাড়ি আগুনে ঝলসে গেছে আর কয়েকটির ছাদ উড়ে গেছে।
সংবাদমাধ্যম পিবিএস জানিয়েছে, ভয়াবহ বিস্ফোরণে— মালয়েশিয়ার সীমান্তবর্তী শহরটিতে ৫০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখান থেকে ১০০ মিটার দূরে নিজ বাড়িতে মোবাইল চালাচ্ছিলেন সেকসান তাসেন নামের এক ব্যক্তি। তিনি বলেছেন, বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে তার পুরো বাড়ি এতে কেঁপে উঠেছিল।