‘ভারত জোড়ো যাত্রার’ অংশ হিসেবে আগামী সোমবার দলবল নিয়ে জম্মুতে পদযাত্রা করার কথা দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর।
তার আগেই শনিবার জম্মুতে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, বিস্ফোরণে ছয়জন আহত হলেও কেউ প্রাণ হারায়নি। নগরীর নারওয়াল এলাকায় ‘জম্মুস ট্রান্সপোর্ট’ নামে একটি গ্যারেজে গাড়ি রাখার জায়গায় বোমা দুটির বিস্ফোরণ হয়।
রাহুলের আগমন উপলক্ষ্যে জম্মুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান আঞ্চলিক পুলিশ প্রধান মুকেশ সিং।
গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছেন রাহুল। নানা রাজ্য ঘুরে গত বৃহস্পতিবার ওই যাত্রা জম্মু ও কাশ্মীরে পৌঁছেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে প্রথম বোমাটির বিস্ফোরণ হয়। তার পরপরই দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘‘পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চলছে।”
যশবিন্দর সিং নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘মেরামত করতে ওয়ার্কশপে পাঠানো একটি গাড়ির ভেতর প্রথম বোমাটির বিস্ফোরণ হয়।
‘‘বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে আমি দেখি একটি গাড়ি টুকরো টুকরো হয়ে গেছে। প্রায় ১৫ মিনিট পর কাছেই আরেকটি বোমার বিস্ফোরণ হয়। যারা আহত হয়েছে তাদের অধিকাংশ কার মেকানিক।”