আবহাওয়াগত কারণে উৎপাদন কম হওয়ায় বাসমতি ছাড়া অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। গত সপ্তাহে দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।
ভারতের এই নিষেধাজ্ঞার রেশ না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের একটি সুপারমার্কেট শপ থেকে হুড়োহুড়ি করে চাল কিনছেন ক্রেতারা।
সন্তোষ গামিনি নামের এক টুইটার ব্যাবহারকারী ভিডিওটি নিজ টুইটার হ্যান্ডেলে টুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘ভারত চালের রপ্তানি বন্ধ করেছে; আর এদিকে চালের জন্য যুদ্ধ শুরু হয়েছে।’
— Santosh Gamini (@GaminiSantosh)
ভিডিওটি টুইটারে ভাইরাল হওয়ার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কারণ প্রথমত, ভারতের এই রপ্তানি নিষেধাজ্ঞার কারণে মূলত ক্ষতির ঝুঁকিতে পড়বে বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ দক্ষিণপূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের সীমিত আয়ের মানুষরা। সম্পন্ন ও ধনী মানুষরা চালের দাম বৃদ্ধির কারণে খুব একটা সমস্যায় পড়বেন না।
দ্বিতীয় কারণ— ভারত রপ্তানি বন্ধের কারণে যুক্তরাষ্ট্রে চালের দাম খানিকটা বাড়লেও তা ভোগান্তিকর পর্যায়ে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ দেশটির অধিকাংশ মানুষ প্রধান খাবার হিসেবে নির্ভর করেন গম ও আলুর ওপর। এমনকি, যুক্তরাষ্ট্রে যেসব ভারতীয় অভিবাসী থাকেন— তাদেরও একটি বড় অংশ গমের ওপর নির্ভরশীল।
আরও একটি ব্যাপার হলো, ভারতের নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে যদি চালের দাম খানিকটা বৃদ্ধিও পায়, তবুও তা যুক্তরাষ্ট্রের চালের ওপর নির্ভরশীল লোকজনদের বড় কোনো সমস্যায় ফেলবে— এমন সম্ভাবনাও খুব কম।