সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় জোর বিতর্ক শুরু হয়েছে। মুসলিম বিশ্বজুড়ে নিন্দা ও বিক্ষোভ অব্যাহত। এ ঘটনায় কূটনৈতিকভাবেও বেশ চাপে পড়েছে সুইডেন সরকার। এতদিন ন্যাটোতে যুক্ত হওয়া নিয়ে ফিনল্যান্ডের জোরালো সমর্থন ছিল সুইডেনের পক্ষে। তবে এবার তুরস্কের রুদ্রমূর্তির সামনে পিছু হাটতে শুরু করেছে হেলসেনকি। প্রথমবারের মতো ফিনল্যান্ডের পক্ষ থেকে সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যুক্ত হওয়ার কথা শোনা গেলো। খবর ইউরো নিউজের।
এ নিয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেন, বড়সড় বিতর্কে ফেঁসে গেছে সুইডেন, যা থেকে শিগগিরই দেশটি পরিত্রাণের আশা নেই। তাই এ পরিস্থিতিতে সুইডেনকে ছাড়াই আমাদের ন্যাটোতে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। অবশ্য বিষয়টি নিয়ে ফিনল্যান্ডের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম।
সম্প্রতি ন্যাটোর সদস্যপদ পেতে ফিনল্যান্ডের প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক। অন্যদিকে প্রতিবেশী সুইডেনকে ছাড়া ন্যাটোকে যুক্ত হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছিল ফিনল্যান্ড। ফলে ন্যাটোর সদস্যপদ পেতে তুরস্কের সমর্থন প্রয়োজন স্টকহোমের।
তবে সুইডেনে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তুর্কি সরকার। এ ঘটনায় সুইডেনের সরকারের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানানো হলেও বাক স্বাধীনতার সাফাই দিয়ে জাড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে ন্যাটোর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে সুইডেনের প্রতি সমস্ত সহযোগিতার পথ বন্ধ করে দিয়েছে তুরস্ক। ফলে ন্যাটোতে যুক্ত হওয়ার লক্ষ্যে বাধ্য হয়েই প্রথম বারের মতো বিকল্প উপায়ের কথা জানালো ফিনল্যান্ড। সুইডেনকে ছাড়াই অগ্রসর হওয়ার ব্যাপারে এবার চিন্তাভাবনা শুরু হয়েছে হেলসেনকিতে।