প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফর উদ্বোধন করবেন ২৮টি উন্নয়ন প্রকল্প

আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবার পর আগামী শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) প্রথমবারের মত দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন এ সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধনের ফলে আর্থ সামিজিক উন্নয়ন হওয়ায় খুশি গোপালগঞ্জবাসী।

আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবার পর আগামী শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) প্রথমবারের মত দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধনের ফলে আর্থ সামিজিক উন্নয়ন হওয়ায় খুশি গোপালগঞ্জবাসী।

দলীয় ও প্রশাসন সূত্রে জানাগেছে, বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে ১০ বারেরমত দলের সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সভাপতি নির্বাচিত হবার পর প্রথম বারের মত দুই দিনের সফরে আগামী ৬ ও ৭ জানুয়ারি নিজ জান্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী।

এ সফরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপশি বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। আগামী ৭ জানুয়ারি টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বাকি ৯টি প্রকল্প শিক্ষা ও গণপূর্ত বিভাগ এবং টুঙ্গিপাড়া পৌরসভা বাস্তবায়ন করেছে। এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধনের ফলে জেলার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে।

উন্নয়ন প্রকল্পগুলো হলো, মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র‌্যাম্প, টুঙ্গিপাড়া লঞ্চঘাটে বাঘিয়ার নদরি পারে বোট ল্যান্ডিং র‌্যাম্প, পাটগাতি ইউনিয়ন ভূমি অফিস, পাটগাতি শ্মশান উন্নয়ন, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কুশলী জাট জিসি-ধারাবাশাইল ভায়া মিত্রডাঙ্গা-সোনাখারী সড়কে ১৩০৪০ মিটার চেইনেজে তারাইল খালের উপর ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, তারাইল জসি-টুঙ্গিপাড়া হেড কোয়ার্টার ভায়া নারায়ণখালী সড়ক ইউনি ব্লক দ্বারা উন্নয়ন চেই: ০০-৪৩৪০ মিটার, বান্ধাবাড়ী ইউপিসি-জহরেরকান্দি বাজার সড়কে ৫ মিটার চেইনেজে ৩০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, হরিণাহাটি বাজার-রাজাপুর উচ্চ বিদ্যালয় সড়কে ১০ মিটার চেইনেজে ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, পিঞ্জুরী-সোনাখালি ভায়া চেয়ারম্যান বাজার সড়কে ১০১০০ মিটার চেইনেজে ৪২ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, পিঞ্জুরী-সোনাখালি ভায়া চেয়ারম্যান বাজার সড়কে ৮৫৫০ মিটার চেইনেজে ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, কলাবাড়ী বাসষ্ট্যান্ড-রাধাকান্ত উচ্চ বিদ্যালয়-কালিগঞ্জ বাজার সড়কে ৫০০ মিটার চেইনেজে ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, মাঝবাড়ী আরএইডি-রাধাগঞ্জ বাজার সড়কে ২১০০ মিটার চেইনেজে ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, কোটালীপাড়া পারকোনা শ্রী শ্রী গনেশ পাগল মন্দির, মাঝবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, ত্রিপল্লী শেখ আবু নাসের উচ্চ বিদ্যালয় টুঙ্গিপাড়ার একাডেমিক ভবন উর্দ্ধমুখী সম্প্রসারণ, রাধাকান্ত উচ্চ বিদ্যালয় কোটালীপাড়া ৪ তলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ ভবন, ৬তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ, মেরামত এবং নবরুপায়ন, শেখ লুৎফর রহমান গ্রন্থগার ও গবেষণা কেন্দ্র, পূর্ব উত্তর কোটালীপাড়া দারুছুন্নাহ সালেহিয়া ফাজিল মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবন, স্বাধীনতা সদর ডাক বাংলো, পাটগাতী জিসি হতে বাঁশবাড়িয়া জিসি সড়কের ৫০১৪ মিটার চেইনেজে ২২৫ মিটার পিসি গার্ডার ব্রীজ, বাশঁবাড়িয়া ঝনঝনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদ কমপ্লেক্স, টুপুরিয়া আরএন্ডএইচ-ধোরার জিপিএস সড়কে ০০ মিটার চেইনেজে ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ, মাঝবাড়ী আরএন্ডএইচ-রাধাগঞ্জ বাজার সড়কে ৬৭০০ চেইনেজে ৯০ মিটার পিএসসি গার্ডার ব্রীজ।

টুঙ্গিপাড়া উপজেলার বাস শ্রমিক লেকু খান বলেন, আগে বাস টার্মিনাল না থাকার কারনে আমরা বাস সড়কের পাশে এলোমোলে ভাবে রাখতাম। এতে একদিকে যেমন যান চলাচলের অসুবিধা হতো অন্যদিকে যাত্রীরা ভোগান্তিতে পড়তো। বাস টার্মিনাল হওয়ায় এখন আমরা যানবাহনগুলো ঠিক মত রাখতে পারবো এতে যাত্রীদের ভোগান্তি কমবে।

কোটালীপাড়া উপজেলার সরাফত হোসেন বলেন, অমাদের উপজেলায সড়ক, ব্রীজসহ অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আমাদের সড়ক যোগাযোগের ব্যাপক উন্নয়ন ঘটবে। আমরা সহজেই যাতায়েত করতে পারবো।

গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক বলেন, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৮টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।ইতিমধ্যে এসব প্রকল্প উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে জেলার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন এই কর্মকর্তা।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ দিন আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে। ফলে শেখ হাসিনার হাত ধরে সারা দেশে উন্নয়ন হচ্ছে। সারা দেশের উন্নয়নের ধারাবাহিকতায় গোপালগঞ্জেও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন,

Spread the love

Leave a Reply

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Specify Twitter Consumer Key and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Twitter Login to work

Specify LinkedIn Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for LinkedIn Login to work

Specify Youtube API Key in the Super Socializer > Social Login section in the admin panel for Youtube Login to work

Specify Google Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Google and Youtube Login to work

Specify Instagram App ID and Instagram App Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Instagram Login to work

Your email address will not be published. Required fields are marked *