ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২৫৫৫ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৫৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৫৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে, ঢাকাতে ৬১৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৯৩৮ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৭৬০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে, ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৬৮১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে দুই হাজার ৭৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে, নয় জন ঢাকাতে এবং ঢাকার বাইরে মারা যান চারজন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে, ঢাকাতে ৭০০ জন এবং ঢাকার বাইরে ৪০৯ জন।

চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই লাখ ২৮ হাজার ৭৭৯ জন। এরমধ্যে ঢাকাতে ৮৯ হাজার ৪৬০ জন ও ঢাকার বাইরে এক লাখ ৩৯ হাজার ৩১৯ জন।

চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ১৯ হাজার ৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে, ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৮৬ হাজার ৭৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল এক লাখ ৩২ হাজার ৯৯১ জন ছাড়পত্র পেয়েছে।

বর্তমানে সারা দেশে মোট আট হাজার ৬০২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছে। ঢাকায় দুই হাজার ৬৮৩ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৯১৯ জন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৬ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার চার শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Spread the love

Leave a Reply

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Specify Twitter Consumer Key and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Twitter Login to work

Specify LinkedIn Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for LinkedIn Login to work

Specify Youtube API Key in the Super Socializer > Social Login section in the admin panel for Youtube Login to work

Specify Google Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Google and Youtube Login to work

Specify Instagram App ID and Instagram App Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Instagram Login to work

Your email address will not be published. Required fields are marked *