আজ বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০২:৩৬ পূর্বাহ্ন
নরসিংদীর আঞ্চলিক ভাষায় কবিতাঃ
আমার খালি প্যাঁচ লাগে
হওরা করছি বরার কাইট্টা
হওরা অইছে মুইন্যা
হুনছি বেটা সাব-রেজিস্ট্রার
ঘুষনে বলে গইন্যা।
ছিড়া জুতা লইয়া গেছি
মুচি করব মালিশ
খবর হুইন্না পইরা গেছি,
হাজার টেহার বালিশ।
এক কোটিদা এক বই কিনে,
দশ হাজারদা বালিশ
ধনী বেডা জাগাত মাহে
দুই লাখ টেহার মালিশ।
গেরাম রাস্তাত আটতারিনা
পথের মাইঝে আগ’যে
স্বাস্থ্য খাতের আবজল বলে,
টেহা লইয়া ভাগ’যে।
জন্মের পরে কেডা দেখছে
কোটি টেহার পর্দা
হাছুনির পুত ধনীর ঝি চা,
মুহে দিছে মরদা।