বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত।’ বুধবার (৯ অক্টোবর) দুর্গাপূজার ষষ্ঠীতে ঢাকার ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, ‘আমাদের সকলকে পরিবর্তনের সুযোগ নিতে হবে। এই দেশটি কারো একার নয়। ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, তার মূল উদ্দেশ্য ছিল একটি সাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ গঠন করা।’
তিনি আরও বলেন, ‘আজ আমি এখানে এসেছি আপনাদের শুভেচ্ছা জানাতে। এই শারদীয় দুর্গাপূজা আপনাদের জীবনে আনন্দ ও সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসুক। আমি কামনা করি, বাংলাদেশ সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকুক।’
ঢাকেশ্বরী পূজামণ্ডপে এসে ফখরুল পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আগত পূর্ণার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ‘আপনারা যে দেবীর আরাধনা করছেন, তার আর্বিভাব অসুরকে দমন এবং মানুষের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠার জন্য। আজকের দিনে আমাদের সামনে নতুন সম্ভাবনা রয়েছে, যেখানে ভেদাভেদ, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা থাকবে না।’
তিনি বলেন, ‘বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আপনারা যে ৮ দফা দাবি করেছেন, তার প্রতি আমাদের সহানুভূতি রয়েছে।’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘আমরা ন্যায় বিচার ও দোষীদের শাস্তি চাই। ৫ আগস্টের পর আপনার দলের নেতাকর্মীরা আমাদের নিরাপত্তায় ছিলেন, এজন্য আমরা কৃতজ্ঞ।’
মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বিএনপি মহাসচিব ও দলের নেতাদের দুর্গাপূজার প্রথম দিনে ঢাকেশ্বরী পূজামণ্ডপে আসার জন্য ধন্যবাদ জানান।